ইউএপি-তে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী

UAP-YES এর উদ্যোগে এক অনন্য আয়োজন ❝Youth's Thought For Social Awareness❞। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP)-এর অন্যতম জনপ্রিয় সেন্ট্রাল ক্লাব UAP-YES Group আয়োজন করে একটি বিশেষ দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী।

সৃজনশীল শিল্পের মাধ্যমে সমাজের এই জটিল সমস্যাকে তুলে ধরতে এবং সকলকে সচেতন করতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো Transparency International Bangladesh - TIB.

প্রদর্শনীতে কার্টুন শিল্পীদের তৈরি করা বিভিন্ন আর্থসামাজিক খাতে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শিত হয়। প্রতিটি কার্টুনে দুর্নীতির প্রভাব, এর সামাজিক ক্ষতি এবং এর বিরুদ্ধে জনসচেতনতার প্রয়োজনীয়তার বার্তা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন- মো. এএসএস মহসীন, পরিচালক, ডিএসডাব্লিউ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, এর উপস্থিতির মাধ্যমে। এই আয়োজনে অংশগ্রহণ করে আয়োজনকে সাফল্যমন্ডিত করে অসংখ্য ছাত্রছাত্রী এবং অন্যান্য সেন্ট্রাল ক্লাব উপদেষ্টাগণ।