গত ২ মে, বৃহস্পতিবার ইউএপি ছাত্র কল্যান অধিদপ্তর এবং হিস্ট্রি এন্ড হেরিটেজ ক্লাব, ইউএপি এর যৌথ আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়বার লক্ষ্যে 'ভাষার দাবি থেকে স্বাধীনতা : বাঙালির জাগরন' শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হিস্ট্রি ও হেরিটেজ ক্লাবের উপদেষ্টা ফারহানা আক্তার আঁখির সভাপতিত্বে এবং উক্ত ক্লাবের কার্যকরী সদস্য মোঃ সাজিদ হোসেন ও সুমাইয়া আখতার বৃষ্টির সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা) কানন গমেজ।
আলোচনা সভাটি বাঙ্গালি সংস্কৃতির অমূল্য রত্ন, মহান জাতীয় সংগীত দিয়ে শুরু করা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক আবু মো : দেলোয়ার হোসেন বাঙালিদের প্রতি পাকিস্তানিদের সীমাবদ্ধতা, বিভেদ, এবং ঘৃণার প্রতিউত্তরে বাঙ্গালি জাতীয়তা ও একাত্মতার অমর অভিযাত্রা সম্পর্কে আলোচনা করেন। এরপর তিনি ১৯৪৮ সাল হতে বাংলাদেশ ও তৎকালীন পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা কেড়ে নিয়ে উর্দু করাকে 'কালো ষড়যন্ত্র' হিসেবে অভিহিত করেন। যেটি পরবর্তীতে পরাজিত হয়েছে বাঙ্গালির অসীম সাহসের কাছে। এরপর তিনি মুক্তিযুদ্ধের পটভূমি ও কলুষিত অধ্যায়ের এক বিষদ ধারণা দেন। পরিশেষে, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীরাঙ্গনাদের স্বীকৃতির জন্য বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) নামকরণের জন্য তাঁর বিঘ্নবহুল কণ্টকাকীর্ণ যাত্রার কথা তুলে ধরেন।
পরবর্তীতে, আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরাঙ্গনা কানন গমেজ। বক্তৃতার শুরুতেই তিনি ক্ষত-বিক্ষত মুক্তিযুদ্ধের দিনগুলির স্মৃতিতে শ্রোতাদের অশ্রুসিক্ত করেন। এরপর তিনি মুক্তিযুদ্ধে নারীদের প্রতি পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের লোমহর্ষক ঘটনাবলি বর্ণনা করেন।
এরপর অনুষ্ঠানে সমাপনী পর্যায়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের ইতিহাস বিষয়ক প্রশ্নের সঠিক উত্তরদাতাদের আকর্ষণীয় পুরস্কার হাতে তুলে দেন আলোচনার সভার প্রধান আলোচক অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার হোসেন। এরপর প্রধান আলোচক ও আমন্ত্রিত অতিথি কে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন ইউএপি ছাত্র কল্যাণ অধিদপ্তর এর পরিচালক ড. এ. এস. এম. মোহসীন এবং হিস্ট্রি এন্ড হেরিটেজ ক্লাবের উপদেষ্টা, ফারহানা আক্তার আঁখি।
আলোচনা সভার শেষাংশে মুক্তিযুদ্ধ চর্চার উপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন হিস্ট্রি এন্ড হেরিটেজ ক্লাবের উপদেষ্টা, ফারহানা আক্তার আঁখি।